বাউবির এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ২০১৪ সালের এইচএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট এক লাখ ৭২ হাজার ৮০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম বর্ষে ৯১ হাজার ৩২৮ জন এবং দ্বিতীয় বর্ষে ৮১ হাজার ৪৭৭ জন অংশ নিচ্ছে।
সারাদেশে ৩৮২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
বৃহস্পতিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আমিনুল ইসলাম/এআরএ
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান