অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ (সোমবার) রাত ৮টায় প্রকাশ করা হবে। রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/www.nubd.info) এবং যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu h1 reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে পাওয়া যাবে।
এ পরীক্ষা গত ২১ মে শুরু হয়ে ৬ জুলাই শেষ হয়। এছাড়া ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৭ সেপ্টেম্বর। পরীক্ষায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট এক লাখ ৮০ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আমিনুল ইসলাম/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষার জন্য যে সুনির্দিষ্ট অঙ্গীকার-পরিকল্পনা তুলে ধরলো বিএনপি
- ২ নাচ-গান-সংস্কৃতির কারণে কাউকে হেয় করা অনুচিত: শিক্ষা উপদেষ্টা
- ৩ ‘বাংলাদেশের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান ও গণিতে দুর্বলতা উদ্বেগজনক’
- ৪ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্পোর্টস কার্নিভাল
- ৫ প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা