ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম এ তথ্য জানান।
তিনি জানান, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফল বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
সারাদেশের ৭০৫টি কেন্দ্রে এক হাজার ৮৯২টি কলেজের সর্বমোট দুই লাখ ৫২ হাজার ৭৮৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। গড় পাসের হার ৮৮.২০ শতাংশ।
আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুত, যে কোনো সময় প্রকাশ
- ২ গোয়েন্দা সংস্থার তদন্তেও প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি: অধিদপ্তর
- ৩ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ব্যাংকিং বিভাগ চালু
- ৪ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ৫ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা