আইডিয়াল কমার্স কলেজ অ্যালামনাইয়ের নতুন কমিটি
গঠিত হয়েছে আইডিয়াল কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নতুন কার্যনির্বাহী কমিটি। ৩৩ সদস্যের এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফয়েজ উদ্দীন। সহ-সভাপতি হয়েছেন কে এম ই আসাদ, আয়শা কবির ও শামসুল আলম। সাধারণ সম্পাদক হয়েছেন এ এন এম ফরহাদ হোসেন।
নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এই কমিটির মাধ্যমে আইসিসির প্রাক্তন ছাত্রছাত্রী তথা আইডিয়াল কমার্স কলেজের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব ও নেতৃত্ব গড়ে উঠবে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ফার্মগেটে অবস্থিত কলেজের ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে স্বশরীরে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্যসহ শিক্ষকরা।
আয়োজনটি ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়। পাশাপাশি ভার্চুয়াল জুমে যোগ দেয় কলেজের শিক্ষার্থীরা।
এলএ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান