পরিবর্তন হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম
বদলে যাচ্ছে রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজের নাম পরিবর্তন করে ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা’ করা হচ্ছে।
শনিবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাছের বেগ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এ নাম পরিবর্তনের আদেশ দেয়া হয়েছে।
চলতি সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি এ কলেজের নতুন নামে সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ সাইনবোর্ড পরিবর্তন করতে বলা হবে।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ। এটি যুক্তরাষ্ট্রের ফোর্ড ফাউন্ডেশন ও ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির সহায়তায় স্থাপিত হয়েছিল।
এমএইচএম/জেডএইচ/এমকেএইচ
সর্বশেষ - শিক্ষা
- ১ জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতি ২০ শিক্ষার্থীর গার্ডে এক শিক্ষক
- ২ জুনিয়র বৃত্তি পরীক্ষায় বসছে সাড়ে ৩ লাখ পরীক্ষার্থী
- ৩ পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ বাদ
- ৪ স্কুলে পৌঁছেছে প্রাথমিকের সাড়ে ৮ কোটি বই, অপেক্ষায় শিক্ষার্থীরা
- ৫ খসড়া অধ্যাদেশে চেয়ারম্যান মন্ত্রীর, বিচারপতির মর্যাদায় সদস্যরা