জেএসসিতে জিপিএ-৫ বেড়েছে, কমেছে জেডিসিতে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার বাড়ার সঙ্গে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যাও। তবে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা।
এবার উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুুপুুরে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার জেএসসিতে ১৯ লাখ ২৯ হাজার ৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ লাখ ৮০ হাজার ৭৭০ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫০২ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার ৯৪৫ জন।
সে হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজার ৫৫৭ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জন। ২০১২ সালে এ সংখ্যা ছিল ৪৪ হাজার ১৫৮ জন। ২০১১ সালে এ সংখ্যা ছিল ২৯ হাজার ৮৩৮ জন।
অপরদিকে, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪৩ হাজার ১০৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ লাখ ১৭ হাজার ৩১২ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৮ হাজার ৭১৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৯ হাজার ২৯০ জন।
সে হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১০ হাজার ৫২৯ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ২১১ জন। ২০১২ সালে এ সংখ্যা ছিল ২ হাজার ৭৮৪ জন। ২০১১ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ১৪ জন।
এবার মাদরাসা বোর্ডে জিপিএ-৫ কমলেও জেএসসি জেডিসি মিলিয়ে গত বছরের চেয়ে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার উভয় ধারায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন। ২০১৩ সালে উভয় ধারায় জিপিএ-৫ লাভ করেছিল ১ লাখ ৭২ হাজার ২০৮ জন।
২০১২ সালে জিপিএ-৫ পেয়েছিল ৪৬ হাজার ৯৪২ জন। এর আগের বছর এ সংখ্যা ছিল ৩০ হাজার ৮৫২ জন। ২০১০ সালে স্কুল ও মাদ্রাসা মিলিয়ে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫৫৬ জন।
এনএম/এসকেডি/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান