অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক পদে সাক্ষাৎকার ২৬ জানুয়ারি
সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আগামী ২৬ জানুয়ারি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাক্ষাৎকার বোর্ডে সভাপতিত্ব করবেন। শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষামন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়সার খান জানান, সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য গত ৮ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে পদোন্নতির জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেয়া হয়।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আবেদনকারীদের আগামী ২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে এবং সহকারী অধ্যপক পদে ওই দিন বেলা আড়াইটায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপন একাডেমির (নায়েম) সভা কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
এনএম/এসএইচএস/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান