ইন্টারনেট কানেকটিভিটি খুবই জরুরি : ইউজিসি চেয়ারম্যান
বিশ্বায়নের এই যুগে বিশ্ব জ্ঞান ভাণ্ডরের সঙ্গে সংযুক্ত হতে হলে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট কানেকটিভিটি খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বৃহস্পতিবার ‘বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যাডুকেশ নেটওয়ার্ক (বিডিরেন) কানেকটিভিটি টু প্রাইভেট ইউনিভার্সিটিজ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। ইউজিসি অডিটরিয়ামে এ কর্মশাল অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, জ্ঞানভিত্তিক সমাজে নতুন জ্ঞান সৃজন ও তা বিতরণের জন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট কানেকটিভিটির কোন বিকল্প নেই।
ইউজিসি অডিটরিয়ামে এ কর্মশলায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত।
এছাড়া ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ প্রমুখ কর্মশলায় উপস্থিত ছিলেন।
এনএম/আরএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও