ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

রাকাবের নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে আটক ১

প্রকাশিত: ১১:১৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষায় জালিয়াতির দায়ে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মমতাজউদ্দিন কলা ভবনের ৪০৫নং কক্ষ থেকে পরীক্ষার্থী আব্দুস সালামকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক আব্দুস সালাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আব্দুস সাত্তারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম জানান, সকাল ১০টা থেকে পরীক্ষার শুরু সময় দায়িত্বরত শিক্ষকরা কাগজপত্র চেক করতে থাকেন। এসময় শিক্ষার্থী আব্দুস সালামের কাগজপত্রে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

পরে তিনি স্বীকার করেন যে, তার বন্ধু আহসানুজ্জামান আপনের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন। এসময় পরীক্ষায় জালিয়াতির দায়ে তাকে বহিষ্কার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ রিন্টু/এফএ/এআরএ/এবিএস