ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বাউবির সিএড প্রোগ্রামের ১৬২ টার্মের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত সিএড প্রোগ্রামের ১৬২ টার্মের পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার সকাল এবং বিকেলে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বাউবি থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ মার্চ ২০২৩ পর্যন্ত চলবে এই পরীক্ষা।
সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে পরীক্ষার স্থান ও সময়সূচি জানা যাবে।

এছাড়া বাউবির ওয়েব সাইট (www.bou.ac.bd) থেকেও পরীক্ষার সময়সূচি জানা যাবে। সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করে ৬ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এমএইচএম/এমআরএম/জেআইএম