ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

স্নাতক ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু মঙ্গলবার

প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) এবং ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৪টা থেকে শুরু হয়ে ৮ মার্চ রাত ১২ টা পর্যন্ত চলবে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী মেধা তালিকা স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি বাতিল করেছে, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd)  লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর