ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

প্রাথমিকের বৃত্তি স্থগিত

ফল নিয়ে দুশ্চিন্তায় প্রায় ৫ লাখ শিক্ষার্থী

মুরাদ হুসাইন | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০১ মার্চ ২০২৩

# রাতে হতে পারে ফল
# নতুন করে তালিকা
# শিক্ষার্থীর বৃত্তির ফল পরিবর্তন
# যাচাই করছে বুয়েট

এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলে ৫ হাজারের বেশি কচিকাঁচার ফলাফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটি বড় সংখ্যা বৃত্তির জন্য নির্বাচিত হলে তাদের নাম এ তালিকা থেকে বাতিল করা হয়েছে। নতুন করে অনেককে এ তালিকায় যুক্ত করা হয়েছে। বৃত্তির ফলাফলের তালিকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) আইএমডি ভুলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিকের ফলাফল প্রকাশ করা হলেও তিন ঘণ্টা পর তা বতিল করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিপিই থেকে জানা গেছে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সারাদেশের ৫ লাখ ৩৬২ নিবন্ধন করলেও সেখান থেকে ৪ লাখ ৮২ হাজার ৯০৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তাদের মধ্যে ৮২ হাজার ৩৮৩ জনকে মেধা ও সাধারণ কোটায় বৃত্তি দেওয়া হয়। মঙ্গলবার মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশের তিন ঘণ্টা পরে ঘটে বিপর্যয়।

সূত্র জানায়, বৃত্তি ফলাফলে নানা ধরনের ভুলের বিষয়টি ডিপিইর আইএমডি শাখা থেকে শনাক্ত করা হয়। এরপর বিষয়টি নিয়ে অধিদপ্তরে তোলপাড় সৃষ্টি হয়। কর্তৃপক্ষের অনুমোদন দিয়ে সিনিয়র সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায়ের সইয়ে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে বৃত্তির ফলাফল স্কুলে না পাঠাতে নির্দেশনা দেন। এ দিন সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর থকে বিজ্ঞপ্তি জারি করে ফলাফল স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন>>> প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত

জানতে চাইলে সিস্টেম এনালিস্ট অনুজ কুমার রায় জাগো নিউজকে বলেন, বিষয়টি গতকাল শনাক্ত হওয়ার পর ফলাফল স্থাগিত রেখে সংশোধন কাজ শুরু করা হয়। গতকাল গভীর রাত পর্যন্ত এ বিষয়ে সংশোধন কাজ করা হয়। এরই মধ্যে সব ভুল সংশোধন করা হয়েছে। রাতের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৃত্তির ফলে মাঠ পর্যায়ের কেউ যাতে অনিয়ম না করতে পারে সে কারণে এবার ফলাফল তৈরি সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন আনা হয়। সে কারণে এবার অধিদপ্তর থেকে কোডিং করা হয়েছে। কয়েকটি উপজেলার কোড একই হওয়ায় সফটওয়্যারে সমস্যা সৃষ্টি হয়। এতে করে নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দিলেও তারা ফলের মধ্যে যুক্ত হয়ে গেছে। কেউ আবার বেশি নম্বর পেয়েও তালিকা থেকে বাদ পড়েছে। পরীক্ষার্থীর মধ্যে যারা নম্বরে পিছিয়ে রয়েছে তাদের কেউ কেউ তালিকায় যুক্ত হয়ে গেছে। প্রায় পাঁচ হাজার ফলাফল পরিবর্তন হতে পারে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি ম্যানুয়ালি শনাক্ত করা হবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ ‘দায়িত্বহীন কার্যক্রমের’ জন্য এখন হাজারো শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এদিকে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিপিই।

আরও পড়ুন>>> প্রাথমিক বৃত্তির স্থগিত ফল রাতেই

বিজ্ঞাপন

সাংবাদিক মনজরুল আলম পান্নার মেয়ে আদিবা প্রাথমিকে মেধা বৃত্তি পেলেও সেটি নিয়ে আশঙ্কায় রয়েছে বলে জানান। ফল নিয়ে প্রায় ৫ লাখ পরিবার ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এরই মধ্যে যে শতশত শিশু ট্রমার মধ্যে চলে গেছে, তার জবাব দেওয়ার মতো কী এ দেশ-সরকার বা রাষ্ট্রে কেউ আছে? সবকিছু নিয়ে তামাশা করতেই হবে এতটাই উদাসীন সুখ বলে আক্ষেপ করেন। কার ফলাফল পরিবর্তন হয়ে যাবে সেটি নিয়ে অভিভাবক-শিক্ষার্থীরা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন বলে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে।

বগুড়া জেলার গাবতলী উপজেলার পাঁচপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল এক শিক্ষার্থী। কিন্তু সে পরীক্ষায় অংশ নেয়নি। কিন্তু তাকেও বৃত্তি (সাধারণ কোটা) পাওয়ার তালিকায় রাখা হয়েছে। এরকম আরও ঘটনা ঘটেছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাশ জাগো নিউজকে বলেন, আইএমডি শাখার কোডিং ভুলের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিক একজন কর্মকর্তার পাশাপাশি কারিগরি অভিভজ্ঞতা থাকা আরও দুজন কর্মকর্তা নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন>>> পরীক্ষা না দিয়েও পেলো বৃত্তি

তিনি বলেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত সব ক্রটি সংশোধন করা হয়েছে। এতে করে পাঁচ হাজারের মতো ফলাফল পরিবর্তন হতে পারে। ফেল থেকে নতুন করে মেধা বৃত্তির তালিকায় যুক্ত হয়েছে। যারা নিবন্ধন করে পরীক্ষায় অংশগ্রহণ না করেও এ তালিকায় যুক্ত হয়েছে তাদের বাদ দেওয়া হয়েছে। আইএমডি থেকে যে সমস্যা তুলে ধরা হয়েছে সেটি আসলে সঠিক না সেটি যাচাই করতে বুয়েটের বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। রাতের মধ্যে বৃত্তি ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এমএইচএম/এমআইএইচএস/এএসএম

বিজ্ঞাপন