জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ৫ এপ্রিল শুরু হবে। আবেদন চলবে ৮ মে পর্যন্ত।
রোববার (১২ মার্চ) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত। ১ জুন থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
গত শুক্রবার (১০ মার্চ) মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমএইচএম/এমকেআর/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষক নিয়োগে ৩০ শতাংশ নারী কোটা বহাল রাখার দাবি মহিলা পরিষদের
- ২ শিক্ষক নিয়োগের ভাইভার ডাক পাবেন শূন্যপদের দ্বিগুণ প্রার্থী
- ৩ এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
- ৪ উপাচার্য নয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে ‘প্রশাসক’ নিয়োগ দিলো সরকার
- ৫ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়সসীমা থাকছে না