ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৪ মার্চ ২০১৬

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। শুক্রবার দুপুরে ঢাকাস্থ বিএন স্কুল-কলেজের ৩৫তম পুনর্মিলনী অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান তার বক্তব্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে গভীরভাবে জানার আহ্বানও জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বিএন স্কুল-কলেজের প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক হাসান মিঠু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মে. মোসলেহ উদ্দিন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল কায়সার রাসেল প্রমুখ।

এনএম/এআরএস/এমএস