ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

৪ দফা দাবিতে ডিপ্লোমা শিক্ষক-পেশাজীবীদের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ৩১ মে ২০২৩

৪ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বুধবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এই মানববন্ধন হয়। এতে বক্তারা জানান, দাবি আদায় না হলে কঠোর আন্দোলন করবেন তারা।

বক্তারা বলেন, প্রাথমিক নিযুক্তিকালে অন্যান্য পেশাজীবীদের মতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং ডিজাইন ও প্ল্যানিংয়ে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের মতো তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিতে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতির দ্বার উন্মুক্ত করতে হবে।

তারা আরও বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসি, এসএসসি (ভোক) এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন টিটিসির শিক্ষক-কর্মচারীর শূন্য পদ পূরণসহ শিক্ষক সংকট নিরসন, স্টেপ প্রকল্পের শিক্ষকদের প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নিয়মিতকরণ, ৩৪ মাসের বকেয়া বেতন প্রদান, কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা ও বৃত্তির টাকা আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বেসরকারি সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ ও পদবী প্রদান করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সার্ভিস রুল অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা পেট্রোবাংলা, ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সবক্ষেত্রে অর্গানোগ্রাম তৈরি, মেরিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী সিডিসি প্রদান, টিএসসি শিক্ষকদের এক বেতন স্কেল ও পদ প্রথা বাতিল, বিজেএমমেসির বন্ধ পাটকলের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চাকরি বহাল রাখতে হবে।

কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মির্জা এটিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, সংগ্রাম পরিষদের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, মো. শাহজাহান কবীর, যুগ্ম সদস্য সচিব সৈয়দ মুন্তাসির হাফিজ, ঢাকা জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুল মান্নান, সদস্য সচিব দেওয়ান মো. ইলিয়াসসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতারা।

মানববন্ধন শেষে সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধিদল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠাতে বিভাগীয় কমিশনারের কাছে হস্তান্তর করেন।

এমএইচএম/জেডএইচ/জিকেএস