নিবন্ধন সনদ জালিয়াতি, ৩ শিক্ষক-মৌলভীর এমপিও বন্ধে শোকজ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে তিন মাদরাসা শিক্ষকের এমপিও বন্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
ওই তিন শিক্ষক হলেন- সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. রফিকুল ইসলাম (ইনডেক্স-ডি৬৪৬৬০৩), সহকারী মৌলভী মো. আকরাম হোসেন (ইনডেক্স-এন২০৯৭০৯১) ও মো. বদরুল আলম (ইনডেক্স-এন২০৯৮৯৩৭)। তারা সবাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা আয়েশা দাখিল মাদরাসার শিক্ষক।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক ও সদস্যসচিব মো. লুৎফর রহমানের সই করা আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, যশরা আয়েশা হাসান দাখিল মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধন সনদ জাল-জালিয়াতি করে এমপিওভুক্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সুপার। যা চাকরির শৃঙ্খলাপরিপন্থি, সম্পূর্ণ বেআইনি এবং বিধিবহির্ভূত।
কেন তাদের এমপিও বেতন-ভাতার সরকারি অংশ স্থগিতসহ স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতেও বলা হয়ে ওই আদেশে।
এএএইচ/এমকেআর