মানসম্পন্ন শিক্ষার বিকল্প নেই : ইউজিসি চেয়ারম্যান
উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গুণগত ও মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বুধবার ইউজিসি অডিটরিয়ামে উচ্চশিক্ষা মানোন্নয়ন শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন বলেন, আমাদেরকে প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার মান বৃদ্ধিকল্পে তিনি গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্যে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মহন্ত।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) এবং ইউজিসি ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএম/এসকেডি/এবিএস