ভর্তি বাতিল-পুনঃভর্তি ফি কমালো জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি বাতিল করতে শিক্ষার্থীদের গুনতে হতো ৭০০ টাকা। একই পরিমাণ ফি জমা দিতে হতো পুনঃভর্তির ক্ষেত্রেও। শিক্ষার্থীরা এটিকে ‘বাড়তি’ ব্যয় বলে অভিযোগ করে আসছিলেন। অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী- ভর্তি বাতিল ও পুনঃভর্তির জন্য শিক্ষার্থীদের দিতে হবে ২০০ টাকা। অর্থাৎ আগের চেয়ে ৫০০ টাকা কমে ভর্তি বাতিল এবং পুনঃভর্তি হতে পারবেন তারা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটি এ দুটি সেবার জন্য ফি কমানোর সুপারিশ করে। পরে তা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভায়ও পাস হয়। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ২৩৭তম সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাতিল এবং পুনঃভর্তির ক্ষেত্রে পরিবর্তিত ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএএইচ/এমএএইচ/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষক নিয়োগে ৩০ শতাংশ নারী কোটা বহাল রাখার দাবি মহিলা পরিষদের
- ২ শিক্ষক নিয়োগের ভাইভার ডাক পাবেন শূন্যপদের দ্বিগুণ প্রার্থী
- ৩ এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে বড় পরিবর্তন
- ৪ উপাচার্য নয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে ‘প্রশাসক’ নিয়োগ দিলো সরকার
- ৫ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়সসীমা থাকছে না