নূরুল হুদার স্বর্ণপদক ফেরত
‘ইউজিসি দুর্নীতি করেনি, অনিয়ম হলেও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’
শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ও ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ ফেরত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মো. নূরুল হুদা। কুরিয়ারযোগে পাঠানো প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও এর সনদপত্র সোমবার (১৫ জানুয়ারি) শেষ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পৌঁছেছে।
তবে কুরিয়ারে পাঠানো পার্সেলটি এখনো খোলা হয়নি। বুধবার (১৭ জানুয়ারি) এ পার্সেল খোলা হতে পারে বলে জানিয়েছেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি জাগো নিউজকে এ তথ্য জানান।
ড. ফেরদৌস জামান বলেন, ‘একটা পার্সেল ইউজিসির কর্মকর্তাদের কাছে দিয়ে যাওয়া হয়েছে। তারা বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি চেয়ারম্যান দপ্তরেও অবহিত করেছি। তবে নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়সহ নানা ব্যস্ততায় সেটা এখনো আমরা খুলতে পারিনি। হয়তো আগামীকাল (বুধবার) ওটা খোলা হতে পারে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফেরত পাঠালেন সেই নূরুল হুদা
স্বর্ণপদক, সনদপত্র ও স্মারকলিপি সংবলিত পার্সেল খোলার পর ইউজিসি কোনো পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নে সচিব বলেন, ‘তিনি পদক ফেরত দিয়েছেন, সনদপত্র পাঠিয়েছেন। সঙ্গে যদি কোনো চিঠি বা স্মারকলিপি থাকে, সেটার জবাব দেওয়া হতে পারে। কিন্তু আমরা এ নিয়ে কীইবা বলতে পারি। দুঃখ প্রকাশ করবোইবা কেন? প্রধানমন্ত্রী মেধাবীদের স্বর্ণপদক দিয়ে থাকেন। সেটা ফেরত দিয়ে কী হবে? প্রধানমন্ত্রী কিংবা ইউজিসি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি করেননি। যদি অনিয়ম হয়েও থাকে সেটা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সংবাদ সম্মেলন করেন নূরুল হুদা
ইউজিসি অভিযোগ তদন্ত করে প্রমাণ পেয়েছিল। পরে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমাও দিয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়টি দৃষ্টিগোচর করা হলে ড. জামান বলেন, ‘দেখুন, একজন শিক্ষক নিয়োগে ভাইভা বোর্ডের অনিয়ম আপনি নিরূপণ করবেন কীভাবে? বোর্ডের সদস্যরা যদি বলেন, ভাইভাতে ভালো রেজাল্টধারী ভালো করেননি বলে বাদ পড়েছেন, তখন কি আপনি কিছু করতে পারবেন? কেউই কিছু করতে পারবে না। কিন্তু বাস্তবতার দিকে তাকালে বলবো—এমন মেধাবী শিক্ষার্থীদের নিয়োগ পাওয়া উচিত। কেন সেটা হয়নি তা তো বিশ্ববিদ্যালয় বলতে পারবে। তাকে (নূরুল হুদা) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই চ্যালেঞ্জ করতে হবে।’
‘কোনো অভিযোগ এলে আমরা তা তদন্ত করে পর্যবেক্ষণ বা প্রতিবেদন যেটাই বলি না কেন, সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেই। মন্ত্রণালয় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এক্ষেত্রেও (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক নিয়োগে) মন্ত্রণালয়ে আমরা পর্যবেক্ষণ তুলে ধরেছিলাম’- যোগ করেন ড. ফেরদৌস জামান।
আরও পড়ুন: নূরুল হুদার ফেরত পাঠানো স্বর্ণপদক হাতে পেলো রাবি প্রশাসন
বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানও বিষয়টি সম্পর্কে ‘কিছুই জানেন’ না বলে দাবি করেছেন।
ইউজিসি সচিবের বক্তব্য দৃষ্টিগোচর করা হলে নূরুল হুদা জাগো নিউজকে বলেন, ‘ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর তদারকি সংস্থা। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলো দেখভাল করে। তারাই যদি দায় এড়িয়ে চলার চেষ্টা করেন, তাহলে জবাবদিহির জায়গাটা তো আর থাকে না।’
তিনি বলেন, ‘শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ দশা। আমার প্রত্যাশা- স্বর্ণপদক ফেরত দিয়ে আমি যে প্রতিবাদটা করছি, সেটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে মন্ত্রণালয় ও ইউজিসি সক্রিয় ভূমিকা পালন করবে। আমার মতো অন্য কাউকে যেন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির কাছে হার মানতে না হয়।’
নূরুল হুদা লালমনিরহাট জেলার মৃত আহর উদ্দীনের ছেলে। তিনি জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১০-১১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এলএলবিতে (সম্মান) সিজিপিএ-৩.৬৫৪ এবং এলএলএমে ৩.৬০৭ অর্জন করেন।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে দুর্নীতি: প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফেরত দেওয়ার ঘোষণা
এলএলবি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে প্রথম স্থান অর্জন করায় ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক এবং ২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান। ভালো ফল অর্জন সত্ত্বেও নিজে শিক্ষক নিয়োগে আবেদন করে দুর্নীতি-স্বজনপ্রীতির কাছে হার মেনেছেন। এজন্য প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকও ফেরত দিয়েছেন তিনি। বর্তমানে নূরুল হুদা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।
গত ১৩ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ফেরত দেওয়ার ঘোষণা দেন নূরুল হুদা। পরদিন কুরিয়ারযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক এবং ইউজিসি চেয়ারম্যান বরাবর প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফেরত পাঠান তিনি। সোমবার বিশ্ববিদ্যালয় এবং ইউজিসিতে এ স্বর্ণপদক পৌঁছে দেন কুরিয়ারের কর্মীরা।
এএএইচ/এমকেআর/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান