মাউশির ৮ আঞ্চলিক কার্যালয়ে নতুন উপ-পরিচালক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আট আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক (ডিডি) পদে নতুন পদায়ন করা হয়েছে। একই আদেশে বরিশাল, খুলনা ও ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালককে ঢাকায় ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মাউশির ঢাকা আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি ঢাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
- আরও পড়ুন
- আওয়ামী লীগের ১২ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ‘সত্যানুসন্ধান কমিটি’
- স্কুলে ভর্তিতে এবার বাতিল হচ্ছে গণভবন ও কলোনি কোটা
তাছাড়া খুলনা আঞ্চলিক কার্যালয়ে উপ-পরিচালক হয়েছেন মো. কামরুজ্জামান, কুমিল্লায় মো. আরিফুল ইসলাম, বরিশালে মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, রংপুরে আবদুর রশীদ, সিলেটে এ কে এম আবদুল্লাহ, ময়মনসিংহে মোহা. নাসির উদ্দীন ও চট্টগ্রামে মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী নিয়োগ পেয়েছেন।
এএএইচ/কেএসআর/জিকেএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন-ভাতার ‘করুণ চিত্র’
- ২ গুচ্ছ ভর্তি পরীক্ষা রাখতে ভিসিদের চিঠি দিলেন শিক্ষা উপদেষ্টা
- ৩ ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেলেন ৬৫ বাংলাদেশি শিক্ষার্থী
- ৪ বেসরকারিতে ফাঁকা থাকবে সাড়ে ৬ লাখ আসন, সরকারিতে বাদ পড়বে ৫ লাখ
- ৫ ৪১ মাদরাসা শিক্ষকের এমপিও বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ