ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

রাজশাহীতে পাশের হার ৯৫ দশমিক ৭০ শতাংশ

প্রকাশিত: ০৬:৩০ এএম, ১১ মে ২০১৬

এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের পাশের হার ৯৫ দশমিক ৭০ ভাগ। আনুষ্ঠানিকভাবে দুপুর ১টায় ফলাফল ঘোষণার সময় থাকলেও বুধবার সকালে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আনুষ্ঠানিক ফলাফলের মাধ্যমে বিস্তরিত তথ্য জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।
 
জানা গেছে, এবার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় এক লাখ ৫২ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৭২ হাজার ৮০০ জন এবং ছেলে শিক্ষার্থী ৭৯ হাজার ৭৬৬ জন।

এদিকে, বিজ্ঞান বিভাগ থেকে ৬১ হাজার ২৮৩ জন, মানবিক থেকে ৭৩ হাজার ৮৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১৭ হাজার ৪২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

বিভাগের আট জেলার ২ হাজার ৬১৬টি বিদ্যালয়ে পরীক্ষার্থীরা অংশ নেয়। এবার এক বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ৫ হাজার ২১ জন, দুই বিষয়ে ২৮৬ জন, তিন বষয়ে ১৯ জন এবং চার বিষয়ে ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া ৪ জন শারীরিক প্রতিবন্ধি পরীক্ষার্থী অংশ নেয়।

এছাড়াও বোর্ডের আট জেলার মধ্যে রাজশাহীতে ২৫ হাজার ৭৭২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ৩৪৬ জন, নাটোরে ১৪ হাজার ২৪২ জন, নওগাঁয় ১৮ হাজার ৩৯২ জন, পাবনায় ২২ হাজার ৪৯২ জন, সিরাজগঞ্জে ২৫ হাজার ৭৪০ জন, বগুড়ায় ২৬ হাজার ৫২৪ জন এবং জয়পুরহাট জেলায় ৭ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।

শাহরিয়ার অনতু/এফএ/এমএস

আরও পড়ুন