বরিশাল বোর্ডের ২টি বিদ্যালয়ে কেউ পাস করেনি
বরিশাল বোর্ডের দুটি বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বরিশাল বোর্ডের দুটি বিদ্যালয় থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি।
বিদ্যালয় দুটি হচ্ছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার গোলাম রহমান মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধুভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যলয়।
এরমধ্যে গোলাম রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন এবং মধুভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৪ জন মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল।
এ প্রসঙ্গে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর জাগো নিউজকে জানান, ওই বিদ্যালয় দুটিকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হবে। এর জবাব পাওয়ার পর প্রতিষ্ঠান দুটির ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
সাইফ আমীন/ এমএএস/এবিএস
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া স্থগিতের গুঞ্জন, যা বলছে অধিদপ্তর
- ২ শিক্ষাব্যবস্থায় বাড়তি বই-পরীক্ষা নিয়ে ‘ক্ষুব্ধ’ শিক্ষা উপদেষ্টা
- ৩ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ৪ গভর্নিং বডি-ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ বাড়লো
- ৫ পাঁচ মাসেও পূরণ হয়নি দাবি, ফের কারিগরি অধিদপ্তর ঘেরাও