ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ‘ভ্রূণফুল’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১১ নভেম্বর ২০২৫

প্রকাশিত হয়েছে কবি নুরুন্নাহার মুন্নির তৃতীয় কাব্যগ্রন্থ ‘ভ্রূণফুল’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা। পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

প্রকাশক জানান, জীবনের বহুমাত্রিক স্পন্দন ও সৃষ্টির গর্ভস্থ সুরের মূর্ছনায় গড়ে উঠেছে ‘ভ্রূণফুল’ গ্রন্থের অন্তর্গঠন। কাব্যগ্রন্থটি ধারণ করেছে সময়, সমাজ ও অনুভূতির নানান স্তর। সমাজের মুখ ও মুখোশ, অর্থ আর আবেগের টানাপোড়েনে বেঁচে থাকার লড়াই এবং বদলে যাওয়া পৃথিবীর ক্ষুদ্র প্রত্যাশাগুলো এ গ্রন্থে রূপ পেয়েছে চিত্রকলার মতো কবিতায়। সবমিলিয়ে মানবতার জয়গানে উচ্চারিত হয়েছে এক আশাবাদী সুর। ভ্রূণফুল শুধু একটি কাব্যগ্রন্থ নয়, আত্মার ভেতর ফুটে ওঠা এক জীবনদর্শন।

আরও পড়ুন
পাওয়া যাচ্ছে তানযীমের ‘জুলাই বিপ্লব ও অন্যান্য গল্প’
প্রকাশিত হলো এমরান কবিরের ‘বৃষ্টি: মনোমুগ্ধকর খুনি’

কবি নুরুন্নাহার মুন্নি বলেন, ‘কবিতা জীবনের আখ্যান। প্রেম, বেঁচে থাকার লড়াই আর অদম্য সৃষ্টির গর্ভ ভেদ করে জন্ম নিলো ভ্রূণফুল। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অনুপ্রাণন প্রকাশনীর কর্ণধার আবু ইউসুফ ভাইকে। অনুপ্রাণন প্রকাশনীর একজন লেখক হতে পেরে আমি আনন্দিত।’

নুরুন্নাহার মুন্নির জন্ম চাঁদপুরে। প্রকাশিত বই—আধখোলা জানালার আলাপ (কাব্যগ্রন্থ), কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ), গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ)। সম্পাদনা করেন লিটলম্যাগ ‘আখ্যান’। পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা, শাহীনা রব স্মৃতি পদক, ময়মনসিংহ লোকসাহিত্য পুরস্কার।

এসইউ/জেআইএম

আরও পড়ুন