ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শেষদিনে বইমেলায় খাদ্যমন্ত্রীর ‘মনে রাখার দিনগুলো’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

শেষদিনের শেষবেলায় উপনীত অমর একুশে গ্রন্থমেলা-২০২৩। আর কিছু সময় পর পর্দা নামবে এবারের বইমেলার। আর বইমেলার শেষদিনের শেষবেলায় প্রকাশিত হয়েছে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের লেখা গ্রন্থ ‘মনে রাখার দিনগুলো’। এটি মূলত বিভিন্ন দিবসে লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সংকলন।

‘মনে রাখার দিনগুলো’ বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। প্রচ্ছদ করেছেন হাবীব সিদ্দিকী। বইটির মুদ্রিত মূল্য ৫১০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে (লেকপাড় সংলগ্ন) ১৪৯ নম্বর স্টলে গ্রন্থটি পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন>> আজ পর্দা নামছে বইমেলার

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজে বইমেলায় ছিন্নপত্র প্রকাশনের স্টলে উপস্থিত হয়ে তার লেখা গ্রন্থ পাঠক-ক্রেতাদের হাতে তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় মেলায় সরাসরি লেখকের হাত থেকে বইটি নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বইপ্রেমীরা। খাদ্যমন্ত্রী মতে ‘মনে রাখার দিনগুলো’ ইতিহাসের অনেক বিষয় সম্পর্কে জানতে বইপ্রেমীদের সাহায্য করবে।

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পেশায় রাজনীতিবিদ। জন্ম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। নওগাঁ ডিগ্রি কলেজ থেকে তিনি বিএ পাস করেন।

আরও পড়ুন>> ৮ আনার সঞ্চয়ে বই বিক্রি ১৭ লাখ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের সদস্য পদ লাভের মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি। এরপর জনগণের ভালোবাসায় হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। ২০০৮ সাল থেকে নওগাঁ-১ আসন থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। সফলতার সঙ্গে সে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এছাড়া তিনি দ্বিতীয়বারের মতো পালন করছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব।

তৃণমূল থেকে রাজনীতি করে আসা সাধন চন্দ্র মজুমদার দেখেছেন তৃণমূলের নেতারা ভালো বক্তব্য দিতে পারলেও সেখানে বস্তুনিষ্ঠ তথ্য থাকে কম। আবার কেউ হয়তো মুখস্ত বক্তব্য দিয়ে চালিয়ে নেন অনুষ্ঠান। সাধন চন্দ্র মজুমদার স্থানীয় নেতাকর্মীদের তথ্য সমৃদ্ধ করে গড়ে তোলার মানসে বিভিন্ন ইস্যু ও দিবস কেন্দ্রিক লেখা নিবন্ধগুলো গ্রন্থাকারে প্রকাশ করেছেন। পাঠকের কোন উপকারে এলেই নিজেকে সার্থক মনে করবেন বলে জানান তিনি।

এনএইচ/এমএএইচ/এমএস