ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বাশিরুল আমিনের ‘সেইসব দিনে বাঙালি মুসলমান’

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বাশিরুল আমিনের নতুন বই ‘সেইসব দিনে বাঙালি মুসলমান’। বইটি প্রকাশ করেছে অপেরা পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন কবি হুসাইন ফাহিম। বইটি পাওয়া যাবে ভাষাচিত্রের ১৩ নম্বর প্যাভিলিয়নে।

বইটিতে লেখক বাঙালি মুসলমানের উৎসব-আচার ও সামাজিক ইতিহাস নিয়ে লিখেছেন। একটা সময় পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে কিংবা জাহাজে ভেসে হজে যেতেন এই বাংলার মানুষ। কেমন ছিল তাদের এই তীর্থযাত্রা? বিদ্যুৎহীন সেসব দিনে প্রচণ্ড গরমে কিভাবেই বা নিজেদের ইফতারির ডালা সাজাতেন এই অঞ্চলের মুসলমানরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেমন ছিল সেকালের ঈদ উৎসব কিংবা মাহে রমজানের রাতের উদযাপন। কনকনে শীতের রাতে খড় বিছিয়ে ওয়াজ শোনা কিংবা বাড়ির উঠোনে মাদুর পেতে পুঁথিপাঠ শোনা রাতগুলোর কথা। সেসবই এই বইয়ে তুলে ধরেছেন লেখক।

লেখক বাশিরুল আমিনের জন্ম সুনামগঞ্জ, বেড়ে ওঠা সিলেটে। সমাজকর্মে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। কাজ করেছেন দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্পাদনা করেছেন লিটলম্যাগ ‘পলিমাটি’। সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ইসলাম, রাজনীতি, ইতিহাস ও সাহিত্য নিয়ে তার বিশেষ আগ্রহ আছে।

এসইউ/জিকেএস

আরও পড়ুন

বিজ্ঞাপন