ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শুরু থেকেই বইমেলার সঙ্গে আছি

প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বর্তমান বাংলা কথাসাহিত্যের অনিবার্য নাম হুমায়ূন কবীর ঢালী। সাধারণ বর্ণনায় অসাধারণ সব চিত্রকল্প ফুটে ওঠে তার লেখায়। সববয়সী পাঠকের কাছেই সমান জনপ্রিয় তিনি। লেখালেখির পাশাপাশি নিযুক্ত আছেন প্রকাশনা প্রতিষ্ঠান বাংলাপ্রকাশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। তার লেখা A cowboy and a magic mango tree বইটি গ্রীসের নবম স্টেট প্রাইমারি স্কুল অব ইয়ান্নিতসারের একটি স্কুলে পাঠ্য। টেলিভিশন পর্দায় সাহিত্যবিষয়ক বিভিন্ন টকশোতেও জনপ্রিয় মুখ হুমায়ূন কবীর ঢালী। অর্জনের তালিকায় আছে অসংখ্য পুরষ্কার। বইমেলা নিয়ে বিভিন্ন আলাপচারিতায় হাবীবাহ্ নাসরীনের মুখোমুখি হয়েছেন এই স্বনামধন্য লেখক-

জাগো নিউজ: কবে থেকে বইমেলার সঙ্গে আছেন?
হুমায়ূন কবীর ঢালী: বইমেলার সঙ্গে আমার সম্পর্ক একদম শুরু থেকেই। বছরের এই সময়টার জন্য প্রতিবছর অপেক্ষা করি।

জাগো নিউজ: আপনার প্রথম বই কবে প্রকাশিত হয়?
হুমায়ূন কবীর ঢালী: আমার প্রথম বই প্রকাশিত হয় ১৯৯১ সালে। বইয়ের নাম  `মন শুধু মন ছুঁয়েছে`। এটি একটি প্রেমের উপন্যাস।

জাগো নিউজ: প্রথম দিকের বইমেলা আর এখনকার বইমেলার মাঝে পার্থক্য কেমন?
হুমায়ূন কবীর ঢালী: প্রথম দিকে তো অল্প পরিসরে বইমেলা হত। এখন বৃহৎ পরিসরে বইমেলা হচ্ছে। প্রকাশক, লেখক এবং পাঠকের সংখ্যা অনেক বেড়েছে।

জাগো নিউজ: সেই সময়ের বইমেলা নিয়ে কোনো স্মৃতিকাতরতা কাজ করে কি?
হুমায়ূন কবীর ঢালী: পুরনো দিনের বিভিন্ন স্মৃতি তো আছেই। তবে বর্তমানে প্রাপ্তির সংখ্যাও কম নয়। তখন অনেকে ছিলেন যারা এখন নেই আবার নতুন নতুন অনেক ভক্ত-পাঠক, লেখক বন্ধু পাচ্ছি।

জাগো নিউজ: এবারের মেলায় আপনার কয়টি বই প্রকাশিত হয়েছে?
হুমায়ূন কবীর ঢালী: এবার মোট পাঁচটি বই প্রকাশ হচ্ছে। তার মধ্যে `লজিংমাস্টার` এবং `বাঙালের আমেরিকা দর্শন` বই দুটি মেলায় এসেছে এবং বাকি তিনটির শেষ মুহূর্তের কাজ চলছে।

জাগো নিউজ: এবারের মেলার ব্যবস্থাপনায় কি আপনি সন্তুষ্ট?
হুমায়ূন কবীর ঢালী: অবশ্যই সন্তুষ্ট। মেলার নিরাপত্তার বিষয়টি বেশ সন্তুষ্টজনক। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা বিস্তৃত করার কারণে পাঠকেরাও বেশ স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারছেন। তবে ধূলোবালির পরিমাণটা একটু বেশি। এজন্য মেলায় আগত ক্রেতাদের কিছুটা সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষ সেদিকে নজর দিলে সমস্যার সমাধান সম্ভব।

জাগো নিউজ: বইপ্রেমীদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
হুমায়ূন কবীর ঢালী: সবাই ভালো মানের বই কিনুন। নিজে পড়ুন এবং অন্যকেও পড়তে উৎসাহিত করুন। পড়ার কোনো বিকল্প নেই।



এইচএন/আরআইপি