ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

মেলায় এসেছে প্রশান্ত মৃধার দু’টি বই

প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

এবারের বইমেলায় এসেছে প্রাবন্ধিক, কথাসাহিত্যিক ও লেখক প্রশান্ত মৃধার ‘উচ্চারণের ক্রমশ সাহস’ ও ‘হারিয়ে যাওয়া জীবিকা’ নামে দু’টি বই। ‘উচ্চারণের ক্রমশ সাহস’ শিরোনামের প্রবন্ধগ্রন্থটি প্রকাশক করেছে চারুলিপি প্রকাশন। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

বইটিতে স্থান পাওয়া প্রবন্ধের বিষয়ক্রম হচ্ছে-
১ : উচ্চারণের ক্রমশ সাহস; আমারে নিবা মাঝি লগে?; আত্মাহুতির ব্রতকাহিনি; বাংলা উপন্যাসের আলোচনা ও সমালোচনা; অন্ত্যজ মানুষ ও তার ভাষা;  জন্মভাষা, মুখের ভাষা, কাজের ভাষা বনাম কুলীনভাষা।

২ : সতীনাথ ভাদুড়ী; অরুণ মিত্র : খরা-উর্বরায় চিহ্ন; অযান্ত্রিক সুবোধ ঘোষ; এ কথা সামান্যই, এই তবে শব্দহীন অস্বীকার, যে জোৎস্না প্রতারক, নন্দিত নরকে থেকে কথকের অচিনপুর, ডলু নদীর হাওয়ায় মুখের দিকে দেখি।

এছাড়া ‘হারিয়ে যাওয়া জীবিকা’ নামে তার ভিন্ন ধারার একটি বইও এসেছে মেলায়। বইটির প্রচ্ছদ করেছেন : মোস্তাফিজ করিগর। কথাপ্রকাশ থেকে বেরিয়েছে এটি। বইটিতে স্থান পাওয়া প্রবন্ধের বিষয়ক্রম হচ্ছে- ঝরনাকলমে নাম খোদাই, ঘটিগরম, ঝরনাকলম সারাই, বটতলায় বই, ব্ল্যাকের ইন্ডিয়ান শাড়ি, সিনেমার ক্যানভাস, দেলবাহার, বানর-খেলা, আটাকদমা, উড়ে মালি, কুল্ফি মালাই, বায়োস্কোপ, শিল-পাটা খোঁটানো, টিয়ে পাখির ঠোঁটে ভাগ্য গণনা, টাইপ রাইটার, মাধুকরী : গাজির গান, মাধুকরী : বৈষ্ণব ও বৈরাগিণী, পুরনো কাপড়ের বদলে বাসনকোসন, ভাড়ার সাইকেল, মাখন জ্বালিয়ে ঘি, তেল মালিশ, পুকুর আর কুয়ো ছাঁকা, পট ও পটগান, কাঁসা-পিতলের বাসন, যন্ত্রে বাত নিরাময়, ঘোলওয়ালা ও ঘোষমশাই, বহুরূপী, বাজারের মাসি, পিন-হোল ক্যামেরা, লেটার প্রেসের কম্পোজিটর।

এইচআর/এমএস