ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

এবারের বইমেলায় তরুণ কবি আলীর নতুন কাব্যগ্রন্থ

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসাইনের নতুন কাব্যগ্রন্থ ‘একটা জীবন দিয়ে দিলাম তোমার নামে’। সাহস পাবলিকেশন্স থেকে প্রকাশিত এ কাব্যগ্রন্থটিতে মোট ৩৬টি কবিতা রয়েছে। মেলার ৩৭৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা।
 
এ বইটি ছাড়াও এবারের মেলার ৩৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ২০১৫ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত লেখকের প্রথম কাব্যগ্রন্থ ‘অবচেতন অনুভূতি’। এছাড়া, লেখকের সম্পাদিত কাব্য সংকলন ‘১০ তরুণের কবিতা’ বের হয়েছে এবারের মেলায়।
 
আলী হোসাইন বলেন, কবিতা পড়ে শান্তি পাই। আর পড়তে পড়তেই লেখার শুরু। কষ্টের অথৈ জলে হাবুডুবু খেতে খেতে হতাশায় নিষ্পেষিত হয়ে মানুষটিকে বেঁচে থাকার আশা, নব উদ্দীপনা, শক্তি ও সাহস সঞ্চার করে কবিতা।

এমএইচ/এসকেডি/এবিএস