আল মামুনের ‘এই ছড়াটা তোর জন্য’
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আল মামুনের ছড়ার বই ‘এই ছড়াটা তোর জন্য’। প্রকাশ করেছে জয়তী। বইটি মেলায় পাওয়া যাবে প্রকাশনীর ২৩৯-২৪০ নম্বর স্টলে।
বই সম্পর্কে আল মামুন বলেন, ‘এই ছড়াটা তোর জন্য’ বইয়ে প্রেম-প্রকৃতি ও সাম্প্রতিক বিষয় নিয়ে লেখা ছড়া স্থান পেয়েছে। ছড়াগুলো পাঠকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
তিনি আরো বলেন, ‘ছড়াকে বলা হয় ‘শিশু-ভুলানো’ বা ‘মেয়েলি কবিতা’। ‘এই ছড়াটা তোর জন্য’ বইয়ে ছেলে ভুলানোর কোনো বিষয় না থাকলেও পাঠকরা মেয়ে ভুলানোর ‘একটু-আধটু উপাদান’ হয়তো পেলেও পেতে পারেন!’
আল মামুন বর্তমানে দৈনিক আলোকিত বাংলাদেশে সহ-সম্পাদক হিসেবে কাজ করছেন। এর আগে ২০১৪ এর গ্রন্থমেলায় ‘ভূত পরীদের সাথে সারা সপ্তাহ’ নামে তার লেখা একটি কিশোর উপন্যাসিকা প্রকাশিত হয়েছিল।
এসএইচএস/পিআর