হুমায়ূন আহমেদের ছবি দিয়েই বাজিমাত!
সংগ্রহে যে বইই থাকুক না কেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ছবি টাঙিয়ে বইমেলায় বাজিমাত করেছে কাকলী প্রকাশনী! ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্টল পেলেও মেলার শুরু থেকেই প্রকাশনীটির স্টলে দর্শনার্থী ও বইপ্রেমীদের উপস্থিতি লক্ষণীয় অবস্থায় রয়েছে।
মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, স্টলের চারপাশেই হুমায়ূন আহমেদের ছবি সংবলিত ব্যানার লাগানো হয়েছে।
ব্যানারের নিচে হুমায়ূন আহমেদের জনপ্রিয় বইগুলোরও কাভার লাগানো হয়েছে। পাশাপাশি হুমায়ূন আহমেদের ভাই জাফর ইকবালের বইয়ের কভারও স্থান পেয়েছে ওই ব্যানারে।
সেখানে কথা হয় উপস্থিত কয়েকজন দর্শনার্থী ও বইপ্রেমীর সঙ্গে। তারা জানান, হুমায়ূন আহমেদের বইয়ের ভাল কালেকশন রয়েছে এ স্টলে। তাই তারা বইগুলো সংগ্রহ করতে কাকলী প্রকাশনীর স্টলে এসেছেন।
স্টলটির বিক্রয়কর্মী রকিব জাগো নিউজকে বলেন, বইমেলায় ইতোমধ্যে ২০টি নতুন বই এসেছে। আরো নতুন কয়েকটি বই আসবে।
তিনি বলেন, মেলার শুরু থেকে বিক্রি অনেক ভাল। আশা করছি এ বছর রেকর্ড সংখ্যক বই বিক্রি হবে।
এমএম/এমএইচ/এসএইচএস/পিআর