প্রবন্ধের মেলা, মেলার প্রবন্ধ
একুশে বইমেলার মধ্য সময় কেটে গেছে। নতুন বইয়ের গন্ধে ভরে উঠেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিদিন শত বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে মেলায়।
মেলায় গল্প-উপন্যাসের আধিক্য থাকলেও প্রবন্ধ-নিবন্ধও বিশেষ জায়গা করে নিয়েছে পাঠক মনে। সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, মানুষ-ই যেন এসব প্রবন্ধের মূল উপাদান।
এবারের মেলায় উল্লেখযোগ্য প্রবন্ধ-নিবন্ধ হলো-
উত্তরাধিকারের অনিবার্য প্রশ্ন : সিরাজুল ইসলাম চৌধুরী, অবসর প্রকাশনা সংস্থা। জীবন ও সাহিত্য : হাসান হাফিজুর রহমান, বাংলাপ্রকাশ। সাহসের সমাচার : আল মাহমুদ, অনন্যা। সাঁকো বাঁধার প্রত্যয় : যতীন সরকার, কথাপ্রকাশ। গদ্যসমগ্র-১ : মহাদেব সাহা, অনন্যা। গদ্যসমগ্র-২ : মহাদেব সাহা, অনন্যা। ইতিহাসের খেরোখাতা সমগ্র-২ : মুনতাসীর মামুন, অনন্যা। কলামসমগ্র-৩ : মুহম্মদ জাফর ইকবাল, অনন্যা। উকিল মুন্সীর চিহ্ন ধরে : ফরহাদ মজহার, ঐতিহ্য। প্রবন্ধ সমগ্র-৭ : সিরাজুল ইসলাম চৌধুরী, বিদ্যাপ্রকাশ।
উজান স্রোতে কিছু আষাঢ়ে চিন্তা : আহমদ শরীফ, আগামী প্রকাশনী। রচনাসমগ্র-৫ : যতীন সরকার, অনুপম প্রকাশনী। সাহিত্যসমগ্র : দ্বিজেন শর্মা, অনুপম প্রকাশনী। বিশ্বসাহিত্য কেন্দ্রের রোদ বৃষ্টি : আমীরুল ইসলাম, অনন্যা। জিজ্ঞাসা ও অন্বেষা : আহমদ শরীফ, আগামী প্রকাশনী। স্বদেশের স্বকালের সমাজের চালচিত্র : আহমদ শরীফ, আগামী প্রকাশনী।
বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র : আহমেদ শরীফ, অনন্যা। ইংরেজি সাহিত্যের কয়েকটি দিক : সিরাজুল ইসলাম চৌধুরী, রোদেলা প্রকাশনী। নজরুল ইসলাম ও কবি ও কবিতা : আবদুল মান্নান সৈয়দ, রোদেলা প্রকাশনী। মিথ পুরাণের পরিচয় : ড. শিমুল মাহমুদ, রোদেলা প্রকাশনী। সাহিত্যে বেদে সম্প্রদায় : রঞ্জনা বিশ্বাস, রোদেলা প্রকাশনী। বিদ্যাপ্রকাশ প্রবন্ধ সমগ্র-৭ : সিরাজুল ইসলাম চৌধুরী, বিদ্যাপ্রকাশ। একাত্তর, যেখান থেকে শুরু : হাসান ফেরদৌস, সময় প্রকাশন। ওয়ান ইলেভেন : ফজলুর রহমান, সময় প্রকাশন।
বর্ধমান বিস্ফোরণ : সঙ্ঘমিত্রা সাহা, সময় প্রকাশন। কিশোর মুক্তিযুদ্ধ কোষ (পরিমার্জিত সংস্করণ) : মুনতাসীর মামুন সম্পাদিত, সময় প্রকাশন। উপাখ্যান : মুজিব-ইয়াহিয়া ভুট্টো এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : সাইদ হাসান দারা, সময় প্রকাশন। ইতিহাস ও সাহিত্য : মাহবুবুল হক, বাংলাপ্রকাশ। নাট্যনির্দেশনা : তত্ত্ব ও প্রয়োগ : ড. রফিকউল্লাহ খান, বাংলাপ্রকাশ। মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস (৬৪ জেলার ৬৪টি বই ৬৪ জন লেখক), তাম্রলিপি।
বাংলা ও বাঙালির ইতিহাস : খন্দকার মাহমুদুল হাসান, তাম্রলিপি। প্রাচীন সভ্যতার ইতিহাস : খন্দকার মাহমুদুল হাসান, তাম্রলিপি। ভাষার ইতিহাস : খন্দকার মাহমুদুল হাসান, তাম্রলিপি। আমার অনেক ঋণ আছে : মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ, তাম্রলিপি। লোকসংস্কৃতি ও লোকসাহিত্য : মাহবুবুল হক, অনন্যা। বলেছি বলছি বলবো : শাহ মোয়াজ্জম হোসেন, অনন্যা।
ছাব্বিশ সেল : শাহ মোয়াজ্জেম হোসেন, অনন্যা। সুরের বরপুত্র আলতাফ মাহমুদ : দিনু বিল্লাহ, অনন্যা। নারীর পৃথিবী নারীর স্বপ্ন : ড. নাসরীন জেবিন, অনন্যা। রাষ্ট্র, সমাজ ও অপরাধচিন্তা : নজরুল ইসলাম বুলবুল, অনন্যা। আপন ভুবন : হাসান প্রধান, অনন্যা। ভালোবাসার কালিতে ক্রিকেটের গল্প : মোস্তফা মামুন, অনন্যা।
মাও বিতর্ক-২ : নেসার আহমেদ, ঐতিহ্য। বঙ্গবন্ধু, জিয়া ও মঞ্জুর হত্যাকাণ্ড : জতুগৃত একটিই : মো. নূরুল আনোয়ার, ঐতিহ্য। একুশের গুলিবর্ষণ, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর কারিশমা : মো. নূরুল আনোয়ার, ঐতিহ্য। মোঘলশাহী : এ. এন. এম. নূরুল হক, ঐতিহ্য। বিষয় শিক্ষা : মোরশেদ শফিউল হাসান, কথাপ্রকাশ। ঔপনেবেশিক ভারতে বিলাতি নারীরা : আদনান সৈয়দ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ। আবৃত্তিশীলন : ড. মুস্তাফিজুর রহমান, ইত্যাদি গ্রন্থ প্রকাশ। কবিতার কথা : জীবনানন্দ দাশ, বিভাস।
লেখাজোখার কারখানাতে : সৈয়দ মনজুরুল ইসলাম, বেঙ্গল পাবলিকেশন। সংকলন গ্রন্থ : স্থপতি মাজাহারুল ইসলাম, বেঙ্গল পাবলিকেশন। আলোর অধ্যায়ে : রফিক আজাদ, বেঙ্গল পাবলিকেশন। একাত্তর : হাসান ফেরদৌস, সময় প্রকাশন। বাংলাদেশের লোককাহিনী : আশরাফ সিদ্দিকী, চারুলিপি।
রেড সিগন্যাল : হাসানুজ্জামান খসরু ইত্যাদি গ্রন্থ প্রকাশ। ধর্মনিরপেক্ষতা ও বাঙালির সম্প্রীতি ভাবনা : আব্দুল্লাহ আল আমিন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ। শওকত আলীর উপন্যাস : বিষয় ও প্রকরণ : শাফিক আফতাব, ইত্যাদি গ্রন্থ প্রকাশ।
এএসএস/একে/আরআইপি