ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

অধরা জ্যোতির অভিবাসী

প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় এসেছে অধরা জ্যোতির তৃতীয় কাব্যগ্রন্থ ‘অভিবাসী’। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে ৩২৯-৩৩২ নম্বর স্টলে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন আদিত্য অন্তর। মূল্য রাখা হয়েছে ১৪০ টাকা। কবি কাব্যগ্রন্থটি তার প্রিয় মা-কে উৎসর্গ করেছেন।

গ্রন্থটি দুটি পর্বে বিভক্ত। এক. নিঃসীমে শিহরণ, দুই. অতলে ছোঁয়া। কবির প্রকৃত নাম উম্মে সালমা পারভীন। এরআগে ‘হৃদয়ে সবুজ আলো’ ও ‘একুশ আমার রক্তকরবী’ নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়।

এসইউ/পিআর