ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় সুমাইয়্যা বুলবুলের অপরাহ্ণের অপরাজিতা

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

তরুণ কবি সুমাইয়্যা বুলবুলের কবিতার বই ‘অপরাহ্ণের অপরাজিতা’ প্রকাশ হয়েছে। এবারের অমর একুশে গ্রন্থমেলায় বইটি এনেছে ‘যুক্তপ্রকাশ’।

কেন কবিতা লেখেন এমন প্রশ্নের জবাবে এই তরুণ কবি বলেন, ‘প্রতিকূলতা, অবিচার, সুখানুভূতি কবিতা হয়ে বেরোয়। এই কালো কালির প্রার্থনাই আমাকে সাহসী করে তোলে। তাই কবিতাতেই আমার আমি। হয়তো আমার সৃষ্টি কিন্তু অনেকেরই অনুক্ত কথামালা।’

‘অপরাহ্ণের অপরাজিতা’য় স্থান পেয়েছে ৩০টি কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন বিপ্লব বিপ্রদাস। মূল্য ১০০ টাকা। বইটি পাওয়া যাবে মেলার ‘সাহস পাবলিকেশন্স’র ৩৭৫ এবং ‘সাহিত্যদেশ’র ৩৬৫ নম্বর স্টলে।

সুমাইয়্যার প্রথম কবিতার বই ‘অনুক্ত পেখম’ প্রকাশিত হয় ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায়। স্বপ্নবাজ, আত্মবিশ্বাসী এ মানুষটি ছাত্র হয়ে শিখতে চান। শিক্ষক হয়ে শেখাতে চান আজীবন। তবে সবকিছু ছাপিয়ে ভালো মানুষ হতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী।

এইচএন/পিআর