ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো বইমেলা

প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

প্রাকৃতিক দুর্যোগের কারণে অমর একুশে বইমেলা সাময়িক বন্ধ রাখার পর তা দর্শনার্থীদের জন্য আবারো খুলে দেয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পানিনিষ্কাশন শেষে বইমেলা খুলে দেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

এর আগে দুপুরে শিলা বৃষ্টির কারণে সাময়িক বন্ধ রাখা হয় অমর একুশে বইমেলা। পানি নিষ্কাশন ও পরিস্থিতি স্বাভাবিক হলে তা আবারো দর্শনার্থীদের জন্য খুলে দেয়ার ঘোষণা দেয় মেলা কর্তৃপক্ষ।

সরেজমিনে মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশ ঘুরে দেখা গেছে, দুপুর পৌনে ১২টার শিলা বৃষ্টিতে মেলার ভেতরের অধিকাংশ জায়গায় পানি জমে গেছে। তাছাড়া বৃষ্টির পানির সাথে ঝড়ে গাছের পাতা ঝরে পড়ে মেলার পুরো অংশই কর্দমাক্ত হয়ে যায়।

এমএইচ/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন