ভিডিও EN
  1. Home/
  2. একুশে বইমেলা

শেষ দিনে জমজমাট চট্টগ্রামের বইমেলা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

শেষ দিনে দর্শনার্থী, পাঠক ও লেখকের পদচারণায় মুখরিত হয়েছে চট্টগ্রাম অমর একুশে বইমেলা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে লেখক-পাঠকদের উপস্থিতি ও জমজমাট আড্ডায় পুরো বইমেলা প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যায় চট্টগ্রাম অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এর আগে জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফাও আসেন বইমেলায়।

এদিকে, বইমেলার শেষ দিনে অন্যদিনের চেয়ে বেশি বই বিক্রি হয়েছে। আবার অনেক লেখক তাদের ঘনিষ্টজনকে বই উপহারও দিয়েছেন। মেলায় শিশু-কিশোরদের বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে। বড় বড় প্রকাশনীগুলোতেও ছিল পাঠক দর্শনার্থীদের ভিড়।

খড়িমাঠির স্টলে কথা হয় লেখক শাহাদাৎ হোসেনের সঙ্গে। এবার তার লেখা উপন্যাস ‘হনন’ প্রকাশিত হয়েছে। শাহাদাৎ হোসেন বলেন, ‘শেষ দিনে লেখক, পাঠক ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যনীয়। মেলায় প্রচুর বইও বিক্রি হচ্ছে।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টলে কথা হয় গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুবের সঙ্গে। তিনি বলেন, ‘এবারের বইমেলায় প্রথমবারের মতো স্টল দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টলে শতাধিক লেখক সংবাদিকের বই প্রদর্শনী করা হয়েছে। বিক্রিও হয়েছে ভালো। মেলায় প্রায় লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে। আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

মেলায় প্রজ্ঞালোক প্রকাশনীর স্টলে কথা হয় প্রকাশনা সংস্থাটির কর্ণধার রেহেনা আকতারের সঙ্গে। তিনি বলেন, ‘এবার প্রকাশক পরিষদ ও চট্টগ্রাম সিটি করপোরেশন মিলে এ বইমেলার আয়োজন করেছি। মানুষকে মোবাইল বাদ দিয়ে বইমুখী করার লক্ষ্যে আমরা এ মেলার আয়োজন করেছি। সফলও হয়েছি। মেলায় প্রতিদিন হাজারও দর্শনার্থী, পাঠক, লেখকের সমাগম ঘটে। ছুটির দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে।’

তিনি বলেন, চট্টগ্রামের বইমেলা নিয়ে এবার আগেভাগে তেমন প্রচার হয়নি। প্রচারণা হলে মেলা আরও জমতো। তারপরেও একটি সফল মেলা আমরা উপহার দিতে পেরেছি। এখানে অসংখ্য মানুষ বই কিনেছে। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে পারাটা আমাদের জন্য বড় সফলতার।

আয়োজক সূত্রে জানা গেছে, এক লাখ দুই হাজার ৩০০ বর্গফুট জায়গায় ৩২টি ডাবল ও ৭৬টি সিঙ্গেল স্টলে চট্টগ্রাম ও ঢাকার সৃজনশীল প্রকাশনা সংস্থা অংশগ্রহণে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। স্টলের মধ্যে প্রথমা, বাতিঘর, শৈলী, বলাকা, প্রজ্ঞালোক, ইতিহাসের খসড়া, চন্দ্রবিন্দু, রাদিয়া, মনন, কথন, পূর্বা, নন্দন, সালফি, স্বাধীন প্রকাশন, ঝিলমিল, গল্পকার, কথাবিচিত্রা, হাওলাদার, কাকলী, ভোরের কাগজ, তাম্রলিপি, আদিগন্ত, বাবুই, রোদেলা, চারুলিপি, চর্চাগ্রন্থ প্রকাশ, চন্দ্রাবতী একাডেমি, শিশু একাডেমি, চট্টগ্রাম প্রেস ক্লাব ইত্যাদি।

ইকবাল হোসেন/এএএইচ/এএসএম