ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আসলেই কি সংসার ভাঙছে গোবিন্দ-সুনীতার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১:৪২ এএম, ০৩ মার্চ ২০২৫

বলিউড তারকা গোবিন্দ ও সুনীতা আহুজার বিয়ের ৩৭ বছর পর নাকি বিয়ে ভাঙছে। এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। আসলেই কি তাদের সংসার ভাঙছে? এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অবশ্য এর কারণও রয়েছে।

গোবিন্দ-সুনীতার সংসার ভাঙনের খবরে বলিউডের অন্যান্যরা বিস্মিত। যদিও বলিউড ঘর ভাঙা নতুন কোনো ঘটনা নয়! তবুও গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙার খবর মানতে পারেননি ভক্ত-অনুরাগীরা। অবশেষে নীরবতা ভাঙেন সুনীতা।

একেবারে পরিষ্কার ভাষায় জানান, ‘এমন কোনো মানুষের এখন পর্যন্ত জন্মই হয়নি যে গোবিন্দ-সুনীতাকে আলাদা করে দেবে।’ গোবিন্দর স্ত্রী কণ্ঠে এমন স্তুতি শুনে স্বস্তি পান অনুরাগীরাও। তবু জল্পনা-কল্পনা তৈরি করলেন গোবিন্দ।

শনিবার (১ মার্চ) ছিল গোবিন্দর ছেলে যশবর্ধনের ২৮ তম জন্মদিন। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দেন সুনীতা। রাতে মা ও বোন টিনাকে নিয়ে জন্মদিন উদ্যাপন করতে দেখা যায় যশবর্ধনকে। কিন্তু দেখা যায়নি বাবা গোবিন্দকে। এমনিতেই বিবাহবিচ্ছেদ বিতর্ক চলাকালীনই অভিনেতা বলেন, ‘আমি এ মুহূর্তে ব্যবসার কাজ নিয়ে এবং নিজের পরবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত।’

বিবাহবিচ্ছেদের জল্পনা-কল্পনার আগুনে সুনীতা ঘি ঢাললেও শোনা গেছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদ চেয়ে গোবিন্দকে নোটিশ পাঠিয়েছিলেন সুনীতা। আইনজীবী জানিয়েছিলেন এ কথা।

সৃষ্টিকর্তার কাছে সুনীতা নাকি এমনটাও প্রার্থনা করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান। জল্পনা আরও জোরালো হয় তারকা দম্পতির আলাদা বসবাস নিয়ে। গোবিন্দ থাকেন নিজের বাংলোয়। সুনীতা বিপরীত দিকের একটি বাড়িতে থাকছেন।

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন