গোবিন্দের কড়া সমালোচনা করলেন কাদের খানের ছেলে
বলিউড অভিনেতা গোবিন্দের কড়া সমালোচনা করেছেন সদ্য প্রয়াত বলিউড অভিনেতা কাদের খানের ছেলে সরফরাজ খান। কাদের খানের মৃত্যুর পর এক আবেগঘন টুইট করেছিলেন গোবিন্দ। সে লেখায় কাদের খানকে শুধু ‘ওস্তাদ’ ও ‘ফাদার ফিগার’ বলে সম্বধন করেন এই নায়ক। সেই নায়ককে নিয়ে সমালোচনা করেন কাদের খানের ছেলে।
এক সংবাদ মাধ্যমে সরফরাজ বলেন, ‘প্লিজ গোবিন্দকে এক বার জিজ্ঞেস করুন, ফাদার ফিগারের শরীর নিয়ে কত বার খোঁজ নিয়েছেন? বাবা মারা যাওয়ার পর কি একটাও ফোন করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন? আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটাই এখন এ রকম হয়ে গিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে যাদের অবদান অনেক , তাদের প্রতিই ইন্ডাস্ট্রির লোকজনের মন থেকে কোনও শ্রদ্ধা আসে না।’
এক সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন গোবিন্দ এবং কাদের খান। ‘হাসিনা মান জায়েগি’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘সাজন চলে শ্বশুরাল’, ‘কুলি নম্বর ওয়ান’ এই সব ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন কাদের খান এবং গোবিন্দর হিট জুটি।
অন্য দিকে কাদের খানের পুত্র সরফরাজও ‘তেরে নাম’, ‘ওয়ান্টেড’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা’ ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন।
তবে শেষ দিনগুলোতে কাদের খান কেবল বন্ধু অমিতাভ বচ্চনের কথাই বলতেন, সে কথাও বললেন সরফরাজ। তিনি বলেন,‘এই ইন্ডাস্ট্রির বহু মানুষেরই খুব কাছের ছিলেন আমার বাবা। তবে যে মানুষটাকে আমার বাবা সব থেকে বেশি ভালবাসতেন, তিনি অমিতাভ বচ্চন। আমিও বচ্চন সাবকে জানাতে চাই যে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বাবা তার নামই করে গিয়েছেন।’
এমএবি/এমকেএইচ