রাজকুমার-পত্রলেখার বিয়ের ভিডিও
পত্রলেখার সিঁথিতে সিঁদুর পরিয়ে সম্পর্কের স্বীকৃতি দিলেন রাজকুমার রাও। এরপর রাজকুমারের কপালেও সিঁদুর ছুঁইয়ে দিলেন সদ্য বিবাহিত ‘স্ত্রী’! দু’চোখ ভরে দেখলেন অনুরাগীরা।
এতদিন সাত পাকে বাঁধা পড়ার টুকরো টুকরো মুহূর্ত ছবিতে সাজিয়ে দিচ্ছিলেন বলিউডের তারকা দম্পতি। এবার পুরো বিয়ের অনুষ্ঠানকেই একটি ভিডিওতে সামনে আনলেন ‘নিউটন’। রোববার (২১ নভেম্বর) ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই ভিডিওতে ধরা রইল তাদের আজীবনের ভালোবাসার গল্প।
বিয়ের মণ্ডপে ঢোকা থেকে মালা বদল নিয়ে খুনসুটি, আর সবশেষে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া— চিরকালের মতো গাঁথা হয়ে থাকল তাদের ভালোবাসা পরিণতি পাওয়ার প্রতিটি ধাপ। রাজকুমারের দিক থেকে চোখ সরাতেই পারছিলেন না পত্রলেখা।
View this post on Instagram
বাঙালি এ অভিনেত্রী বলেছেন, ‘১১ বছর ধরে আমরা একে-অপরকে চিনি। তবু, মনে হয় যেন বহু জন্মের চেনা।’ তোমার চেয়ে ভালো কেউ হতেই পারতো না!’ এর পরেই হাতে হাত রেখে হাসিমুখে সাতপাক। সিঁদুর টানে একে অপরকে জীবনভরের মতো বেঁধে নেওয়া। সংসারে পা বাড়িয়েছেন দু’জনে।
এমএএইচ/জেআইএম