ফিল্মি কায়দায় বাগদান হলো আমির কন্যা ইরা খানের
দুই বছরের প্রেম। সেই প্রেমই রূপান্তর হতে যাচ্ছে পরিণয়ে। বলছিলাম বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের কথা। প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান সেরেছেন তিনি।
কোনো লুকোচুরি না করেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়ে দিয়েছেন ইরা খান। সঙ্গে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যায়, রীতিমতো ফিল্মি কায়দায় ইরা ও নূপুরের বাগদান হয়েছে।

একটি সাইকেলিং প্রতিযোগিতায় ছিলেন নূপুর শিখারে। সেখানেও যান ইরা খান। এসময় শিখার ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ করেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তারপরই ইরার আঙুলে আংটি পরিয়ে দেন শিখারে। এসময় আশপাশের সবই হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানান।
২০২০ সালে সম্পর্কে জড়ান ইরা ও শিখারে। তখন প্রায় সামাজিক যোগাযোগমাধ্যম তারা ছবি শেয়ার করতেন। ইরা আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে। সূত্র: ইন্ডিয়া টুডে
View this post on Instagram
জেডএইচ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ গণতান্ত্রিক সরকার এলে সাংস্কৃতিক অঙ্গনে সুবাতাসের আশায় বাঁধন
- ২ একসঙ্গে ছুটিতে রাশমিকা-বিজয়, নতুন বছরের পোস্ট নিয়ে তুমুল আলোচনা
- ৩ মনোনয়নপত্র জমা না দিতে পেরে আপিল করলেন হিরো আলম
- ৪ বাংলাদেশি ক্রিকেটার কিনলেন শাহরুখ, গুরুর দাবি, ‘পাকিস্তান প্রেম’
- ৫ নতুন বছরে আবেগঘন বার্তায় পিয়া জান্নাতুল, স্মরণ করলেন বাবাকে