ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পঙ্কজ ত্রিপাঠীর সিনেমা প্রথম দিনে কত আয় করেছে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

গতকাল (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমা ‘ম্যায় অটল হুঁ’। মুক্তির প্রথম দিনে দর্শক এবং সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনেমাটি প্রথম দিনে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী অবলম্বনে তৈরি এ সিনেমায় অটল বিহারীর ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। বক্স অফিসের সাড়া দেখে চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, পঙ্কজের সেই আবেদন বুঝি আর নেই! জানা গেছে, প্রথম দিনে বক্স অফিসে মাত্র ১ কোটি রুপি ব্যবসা করেছে এ সিনেমা। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।

আরও পড়ুন: বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই এক গাড়িতে অর্জুন-মালাইকা

১৯ জানুয়ারি মুক্তি পেলেও সেদিন হিন্দি ভাষাভাষী অঞ্চলে মাত্র ৯.৩৯ শতাংশ দর্শক এ সিনেমা প্রেক্ষাগৃহে দেখেছেন। অন্যদিকে একটি সূত্র জানাচ্ছে, সিনেমার সকালের শোগুলোতে ৬.১১ শতাংশ, আর বিকেলের শোগুলোতে ৮.২৮ শতাংশ দর্শক দেখেছে। তবে সিনেমার নির্মাতা রবি যাদব আশা করছেন সপ্তাহের শেষ দিকে প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে।

ভারতের তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনের বিভিন্ন দিক নিয়ে এ সিনেমা নির্মিত হয়েছে। এ সিনেমায় নিজেকে অটল বিহারীর চরিত্রে উপস্থাপন করতে কঠোর পরিশ্রম করেছেন অভিনেত্রী পঙ্কজ ত্রিপাঠী।

অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই দর্শদের মাঝে বেশ আলোচনা তৈরি হয়। এরপর যখন অটল বিহারীর চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর প্রথম লুক প্রকাশ্যে আসে, তখন সবাই চমকে যান।

খ্যাতিমান পরিচালক রবি যাদবের পরিচালনায়, ঋষি বিরমানী, রবি যাদবের লেখা ‘ম্যায় অটল হুঁ’ সিনেমাটি নিবেদন করেছেন ভানুশালী স্টুডিওজ লিমিটেড ও লেজেন্ড স্টুডিওজ। এটি প্রযোজনা করেছেন বিনোদ ভানুশালী, সন্দীপ সিংহ ও কমলেশ ভানুশালী।

এমএমএফ/এমএস

আরও পড়ুন