‘টপলেস’ তানিশার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় এ পর্যন্ত চলচ্চিত্রে তেমন সুবিধা করতে পারেননি। তবে বিগ বসে অংশ নেয়ার পর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ঠিকই বারবার আলোচনায় স্থান করে নিয়েছেন।
এরমধ্যে কখনও অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে, কখনওবা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন তিনি।
এরই মাঝে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নগ্ন ছবি পোস্ট করেছেন তানিশা। যা দ্রুত ভাইরাল হওয়ায় ফের আলোচনায় তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ‘টপলেস’ ছবি পোস্ট করে তানিশা লিখেছেন- ‘যদি নিজের কোনো ভাল কিছু আপনার নজরে না আসে, তবে একটা ভাল আয়না জোগাড় করুন।‘
তিনি আরও লিখেছেন, ‘আমার আয়নার কোনো ব্যাখ্যা দরকার নেই। সুপ্রভাত পৃথিবী।’
স্বাভাবিক ভাবেই এরপর হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তানিশাকে ‘হট’, ‘সুন্দরী’ ইত্যাদি সম্ভাষণ করলেও কেউ কেউ খারাপ ভাষায় মন্তব্যও করেন। অনেকেই ‘সাইকো’বলেও কটাক্ষ করেন।
আবার একে তানিশার সস্তা ‘পাবলিসিটি স্ট্যান্ট’ বলেও ইঙ্গিত করেন অনেকেই। তাদের মতে স্রেফ লোকের দৃষ্টি আকর্ষণের জন্যই তানিশা এমন করছেন।
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’