ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হলিউড অভিনেতা টম সাইজমোর গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩

হলিউডের শক্তিমান অভিনেতা টম সাইজমোর। শনিবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ব্রেইন অ্যানিউরিজম রোগে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলসের নিজ বাসায় অজ্ঞান হয়ে পড়েন।

টম সাইজমোরের ম্যানেজার লাগো বলেছেন, যখন তিনি বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলেন তখন তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন কিংবদন্তি গায়ক বব ডিলান

ডাক্তার বলেছেন ৬১ বছর বয়সী এই অভিনেতার অবস্থা বর্তমানে খুব শোচনীয়। তার শারীরিক অবস্থা উন্নতির জন্য অপেক্ষা করতে হবে। টম সাইজমোর ১৯৯৮ সালে আমেরিকান জনপ্রিয় মুভি ‘সেভিং প্রাইভেট রায়ান’-এ টম হ্যাঙ্কসের সঙ্গে মাইক হরভাথের ভূমিকায় অভিনয় করার জন্য রাতারাতি পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন: আর্নল্ড শোয়ার্জনেগারের গাড়ির ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী

তার ক্যারিয়ারজুড়ে অনেক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। এসব সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘টিট’, ‘পার্ল হারবার’, ‘ন্যাচারাল বর্ন কিলারস’ এবং ‘ব্ল্যাক হক ডাউন’ । এছাড়াও এ অভিনেতা তার কর্মজীবনে কাজের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

সাইমোর দীর্ঘদিন ধরে মাদক ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই ছাড়তে পারছেন না। এ কারণে ক্যারিয়ারজুড়ে অসংখ্য আইনি সমস্যায় পড়েছেন। শুধু তা-ই নয়, মাদক সেবন অবস্থায় গাড়ি চালানোর দায়ে বেশ কয়েকবার এই অভিনেতা আটক হয়ে জেলে যান।

পাশাপাশি মেথামফেটামিন, হেরোইনের মতো মাদক সেবন করে তিনি মাদক নিরাময় কেন্দ্রেও ছিলেন।

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন