ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মেয়ের নাম ‘রঙ্গন’ রাখার কারণ জানালেন আসিফ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০২ মার্চ ২০২৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত তার সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। সেই সঙ্গে ব্যক্তি জীবনেরও অনেক প্রসঙ্গ তুলে ধরেন তার লেখায়। এর মূল কারণ শিল্পীর সুখ, দুঃখ, আনন্দ-বেদনার কথা অনুরাগীদের সঙ্গে বিনিময় করা।

আসিফ আজ (২ মার্চ) বেলা একটার দিকে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তার মেয়ের নাম রাখার প্রসঙ্গটি তুলে ধরেছেন।

মেয়ের নাম ‘রঙ্গন’ রাখার কারণ জানালেন আসিফ

মায়ের কোলে রঙ্গন। ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া

আসিফ তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি বিশ্বাস করি মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা। পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান। স্বয়ং আল্লাহ কন্যা সন্তান দান করে খুশি হন। ৩৪ মাস বয়সী মেয়ে আমার, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া নীহারিকার মতো এক ধুমকেতু আইদাহ্ আসিফ রঙ্গন।’

তিনি আরও লেখেন, ‘শৈশবে অন্যের বাগানের ফুল চুরি করে স্কুলের ম্যামদের উপহার দিতাম। যদিও ভোরের কুয়াশাভেজা তরতাজা ফুলগুলো ছিঁড়তে খারাপ লাগতো! সেই ভোরেই আবার পূজারী আন্টিদেরও শিউলী আর জবা ফুলের যোগান দিতাম, খুব খুশি হতেন। ভালোবাসার টানে ক্রিকেট ম্যাচ শেষে সিলেট থেকে কুমিল্লায় চলে এসেছি ট্রেনে, প্রচণ্ড শীতে রাত গভীরে হাতে ছিল ফুল। আর এখন ফুল দেখলে আলতো করে হাত বুলিয়ে দেই, এমনকি দোকান থেকে ফুল কিনেও কাউকে উপহার দেই না।’

মেয়ের নাম ‘রঙ্গন’ রাখার কারণ জানালেন আসিফসপরিবারে আসিফ। ছবি: শিল্পীর ফেসবুক থেকে নেওয়া

আরও পড়ুন:

মেয়ে সন্তানকে সৃষ্টির সেরা উপহার হিসেবে উল্লেখ করে আসিফ লেখেন, ‘কন্যা সন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ফুল। রঙ্গন সবসময়ই আমার প্রিয় ফুল, সম্ভবত এ জন্যই ওর মা মেয়ের নাম রেখেছে রঙ্গন। ফুলেদের রাখতে হয় আলতো আদরেই। পুরুষের জীবনে নারী কন্যা- প্রেমিকা/জায়া- জননী রূপে বারবার ফিরে আসবেই। আমার মেয়ে আইদাহ্ এর ব্যতিক্রম নয়, সে এক অদ্ভূত মায়া!’

এমএমএফ/এমএস

আরও পড়ুন