ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নতুন বছরে অমৃতা

প্রকাশিত: ০৩:০৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

প্রায় দুই বছর পরে শেষ হতে যাচ্ছে অমৃতার অপেক্ষার পালা। বছরের শুরুটাই হচ্ছে অমৃতার ছবি দিয়ে। তার অভিনীত রয়েল অনিকের `গেম` মুক্তি পাচ্ছে ২ জানুয়ারি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব ও মাইকেল। এরই মধ্যে ছবির পোস্টার, ব্যানারসহ প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

অমৃতা বলেন, `অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছি। দর্শক আমাকে কিভাবে কতটুকু গ্রহণ করবে সেই অপেক্ষায় আছি। অভিনয়, নাচ সব মিলিয়ে আশা করছি, দর্শকদের নজর কাড়তে পারব।`

জাকারিয়া সৌখিনের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বিপ্লব।