ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘আড়ালে’ থাকার ঘোষণা দিলেন ওমর সানী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৪ মার্চ ২০২৫

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। এখন আর অভিনয়ে তার সুদিন নেই। তাই বলে অলস বসে থাকার পাত্র নন তিনি। উদ্যোক্তা হয়ে এ নায়ক এরই মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন। ব্যবসার ফাঁকে ফাঁকে তিনি তার প্রিয় চলচ্চিত্র অঙ্গনের সব খোঁজ-খবর রাখেন। কোনো বিষয়ে অসংগতি মনে হলে তা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন।

দেশের চলচ্চিত্র অঙ্গনে চলছে বিভিন্ন ধরনের অস্থিরতা ও সমস্যা। তাই এ নিয়ে আজ (১৫ মার্চ) একটি স্ট্যাটাস দিয়েছেন ওমর সানী। স্ট্যাটাসে তিনি নিজেকে চলচ্চিত্র থেকে আড়ালে রাখার ঘোষণা দিয়েছেন।

‘আড়ালে’ থাকার ঘোষণা দিলেন ওমর সানী

স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘ঘরের শত্রু বিভীষণ। চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের কিছু মানুষ ভয়ঙ্কর। তাইতো দূরে থাকা আড়াল থাকার চেষ্টা, কষ্ট হয়।’ সানী তার স্ট্যাটাসে অল্প কথায় অনেক কিছু বোঝাতে চেয়েছেন। বর্তমানে ওমর সানী মানিকগঞ্জের অরঙ্গাবাদে তার রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।

এদিকে এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। গুঞ্জন আছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই ইঙ্গিত পাওয়া গেল ওমর সানীর কথাতেও। বিদেশে স্থায়ী হওয়ার কথা জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার পরিবার বলেছিল বিদেশি স্থায়ী হতে। কিন্তু আমি সেই কথা মাথায় নিইনি। এই দেশের কারণে আমি ওমর সানী হয়েছি। এখানকার মাটি আঁকড়ে ধরে থাকব। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে হাতটা কেমন জানি খুলে যাচ্ছে দিনকে দিন।’

এমএমএফ/এএসএম

আরও পড়ুন