ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রেমে পড়েছেন সানি লিওন (ভিডিও)

প্রকাশিত: ০৪:২৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

তুষার কাপুরের প্রেম পড়েছেন আলোচিত অভিনেত্রী সানি লিওন। আজকাল প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে ‘মস্তিজাদে’ এর এই জুটিকে।

শুধু তাই নয় সানির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তুষার জানিয়েছেন, ‘তাঁর মতে সানিই বলিউডের ১ নম্বর অভিনেত্রী।’ কি ভাবছেন? কপাল পুড়ল ড্যানিয়েলের। তা কিন্ত নয়। এই সম্ভাবনা নেই বললেই চলে।

‘মস্তিজাদে’ শুটিংয়ের সময় থেকে খুব ভালো বন্ধুত্ব হয়েছে তুষার আর সানির মধ্যে। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তুষার জানিয়েছেন, ‘আমি মনে করি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের তালিকায় সানির স্থান শীর্ষে। সানি শুধু ভালো অভিনেত্রীই নন, একজন ভালো মানুষও।’

মিলাপ জাভেরি পরিচালিত আপকামিং ছবি ‘মস্তিজাদে’ জন্য একসঙ্গে কাজ করেছেন সানি ও তুষার। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সানির সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে এবং আমি নিশ্চিত ‘মস্তিজাদে’ অবশ্যই ব্লকবাস্টার হবে।’

এই ছবিতে সানিকে ‘লায়লা লে লে’ নামক একটি আইটেম নাম্বারের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে।