ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অবশেষে প্রকাশ হলো হৃদয় খানের নতুন মিউজিক ভিডিও

প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৫ মে ২০১৬

জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খানের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে গেল ২২ মে, রোববার। মিউজিক ভিডিওতে দেখা গেছে প্রেমিকা হারানোর বিরহে হৃদয়ের হৃদয় ভাঙা হাহাকার।

৫ মিনিট ১৮ সেকেন্ডের এই গানে হৃদয় খানের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে  রাশিয়ান বংশোদ্ভূত শ্রীলংকান সুন্দরী মারিয়া ইউসেফোভানার। তিনি শ্রীলংকার প্রথমসারির মডেল ও অভিনেত্রীদের একজন।

‘ফিরে তো পাবো না’ শিরোনামে গানটির কথা লিখেছেন গুঞ্জন রহমান। এর সুর-সংগীতায়োজন করেছেন শ্রীলঙ্কার সংগীত পরিচালক রাজ থিলাইয়ামপালাম। প্রকাশের পর থেকে এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে ৪০ হাজারেরও বেশিবার।

গানটি প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘অনেকদিন পর আমার নতুন মিউজিক ভিডিও প্রকাশ হলো। অনেক যত্ন নিয়ে গানটি এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। প্রকাশের পর থেকে সবার কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি আগামীতে আরো ভালো কাজ সবাইকে উপহার দিতে পারবো।’

এদিকে, হৃদয় খানের আরো একটি মিউজিক ভিডিও প্রকাশ হবে আগামী ঈদের পর। ‘কেন ভাবো ছেড়ে যাবো তোমায়’ শিরোনামের এই গানটিতে হৃদয়ের গানের মডেল এলভিন। এরমধ্যেই গানটির চিত্রায়ন শেষ হয়েছে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে।

দেখুন হৃদয় খানের নতুন ভিডিওটি :

এনই/এলএ/এবিএস

আরও পড়ুন