রক্ত ছাড়লেন মালেক আফসারী
যৌথ প্রযোজনায় নির্মিত `রক্ত` ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে তিনি ছবিটি পরিচালনা করবেন না। তবে তাকে বাংলাদেশের একাংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বাদ দেয়া হয়েছে নাকি তিনি নিজেই সরে গেছেন বিষয়টি নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা।
এ বিষয়ে কথা বলতে পরিচালক মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বললেন- এখন কিছু বলতে চাইনা। সময় হলে সবাই জানতে পারবেন।
তবে মনে ক্ষোভ নিয়ে গুণী এই নির্মাতা তার নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে মালেক আফসারী লেখেন, পৃথিবীতে যা কিছু ঘটে, তা ঘটবে এবং ঘটবেই। মানুষের কিছু করার নেই। ‘রক্ত’ ছবি থেকে আমার বিদায় নেয়াটা তেমন একটি ঘটনামাত্র।
বর্তমানে রক্ত ছবির নির্মাণ কাজ চলছে ভারতে। শুটিং ইউনিট ছেড়ে এরমধ্যেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন এই নির্মাতা।
এদিকে, জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন বলেন, ‘আজকে আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার আজিজ ঢাকা আসবেন। তখন এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে আমি যতটুকু জানি তিনি টানা ৬৬ দিন শুটিং করতে চেয়েছেন মালেক আফসারী। এটা একটি ছবির জন্য অসম্ভব। এতে বাজেট অনেক বেড়ে যাবে। এ জন্যই তাকে সরিয়ে নিয়ে নতুন পরিচালক নেয়া হয়েছে।
জানা গেছে, রক্ত’-তে মালেক আফসারীর স্থানে নতুনভাবে যুক্ত হয়েছেন ওয়াজেদ আলী সুমন। তিনিই এখন ছবিটি পরিচালনা করবেন। এছাড়া রক্ত ছবিতে নায়িকা হিসেবে রয়েছে পরীমনি এবং নায়ক নবাগত রিক্ত রোশন।
এনই/এমএস