ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাকিবের ‘বরবাদ’ সিনেমা ফাঁস, জানা গেছে নতুন খবর

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১৬ মে ২০২৫

দেড় মাসেরও বেশি সময় ধরে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘বরবাদ’। এরই মধ্যে সিনেমাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। কিভাবে এটি ঘটেছে। কারা সিনেমাটি ফাঁস করেছে- সেটি নিয়ে কাজ করছেন ‘বরবাদ’র প্রযোজনা প্রতিষ্ঠান। পাশাপাশি আইনি পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ‘বরবাদ’ নিয়ে জানা গেছে নতুন খবর। সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার, বাহরাইনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

গতকাল (১৫ মে) বরবাদ মুক্তি পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইনে। সেখানে সিনেমাটি ডিসট্রিবিউশন করছে পিএইচএফ। খবরটি জানিয়েছেন ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি।

বিষয়টি নিয়ে শাহরিন আক্তার সুমি জানান, মূলত মধ্যপ্রাচ্যে সেন্সর ছাড়পত্রসহ বিভিন্ন প্রক্রিয়ার কারণে মুক্তিতে কিছুটা সময় লেগেছে। তবে মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছেন। বাংলা ভাষাভাষী দর্শক ‘বরবাদ’ উপভোগ করবেন বলে বিশ্বাস করি।

শাহরিন আক্তার সুমি বলেন, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা পিএইচএফ ডিস্ট্রিবিউশন করলো। এই ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিয়মিত বলিউড, মালায়লামসহ বিভিন্ন সিনেমা পরিবেশনা করে।
জানা গেছে, ‘বরবাদ’ মুক্তির প্রথম দিন সন্ধ্যায় পাইরেসি হয়েছে। সিনেমার বিভিন্ন দৃশ্যের ভিডিও ক্লিপ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। টিকটকেও দেখা গেছে এর বিভিন্ন দৃশ্যের ভিডিও ক্লিপ।

আরও পড়ুন:

পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, ‘সিনেমার কয়েকটি ভিডিও ক্লিপ আমাদের নজরে এসেছে, যা আমাদের সিনেমার জন্য হুমকি মনে করছি। তাই আমরা সময়ক্ষেপণ না করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। আমরা চাই, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি দেওয়া হোক। যাতে পরবর্তী সময়ে আর কেউ পাইরেসির মতো অপরাধের সঙ্গে জড়িত হওয়ার সাহস না দেখায়।’

ঈদের সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে আলোচনায় রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। সিনেমার ‘চাঁদ মামা’ গানটি প্রকাশের ২০ দিনে ইউটিউবে আড়াই কোটি ভিউ পার করেছে। শুধু তা-ই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি টানা ১৫ দিন ধরে রয়েছে ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে।

টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। শাকিব খানের সঙ্গে গানটিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের রসায়নের প্রশংসাও করেছিলেন ভক্ত-অনুসারীরা। পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পরও গানপ্রেমীরা মেতে ওঠেন ‘চাঁদ মামা’ গানের সঙ্গে।

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, মামুনুর রশীদ প্রমুখ। এর আগে ১৮ এপ্রিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ডেনমার্ক, মালয়েশিয়ার মুক্তি পেয়েছে ‘বরবাদ’।

এমআই/এমএমএফ/এমএস

আরও পড়ুন