ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অনাথ সূর্যের মন মঞ্জিলে আলো হয়ে এলো তারা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৭ মে ২০২৫

ছেলেটার নাম সূর্য, মেয়েটার নাম তারা। ঈদে তাদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেম নিয়ে আসছে সিএমভি’র ঈদ নাটক ‘মন মঞ্জিল’। গল্পে দেখা যাবে, বন্দরের অপরাধপথে বেড়ে ওঠা এক অনাথ যুবক সূর্য। তার জীবনে হঠাৎ করেই আলো হয়ে আসে তারা নামের এক মেয়ে।

সে পেশায়র সাংবাদিক এবং নার্স। দু’জন দুই জগতের মানুষ হলেও ভাগ্যের বাঁকে তাদের দেখা হয় এবং সেখান থেকেই শুরু হয় এক অসাধারণ হৃদয়ের যাত্রা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘মন মঞ্জিল’ নাটকের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন হাসিব হোসাইন রাখি। এতে সূর্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তারা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তটিনীকে। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হকসহ অনেকে।

নাটকটির সূচনায় দেখা যাবে, এক বর্ষাভেজা দিনে রক্তাক্ত পায়ে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে সূর্যকে। আকাশ যেন কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু সূর্যের অপরাধ কী? কেন এই রক্তপাত? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের পরতে পরতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্মাতা রাখি বলেন, ‘ভালোবাসা যদি সত্য হয়, তাহলে তার প্রতিধ্বনি বৃষ্টি হয়ে ঝরে পড়ে আকাশ থেকেও। সূর্য-তারার প্রেম ঠিক তেমনই এক অনুভব, যা একবার দেখলে ভুলে যাওয়া যাবে না।’

সিএমভি প্রযোজিত নাটকটি ঈদের দিন থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে এক ডজনের মতো বিশেষ নাটক ও টেলিছবি মুক্তি পাবে, যার মধ্যে অন্যতম ‘মন মঞ্জিল’।

বিজ্ঞাপন

এলআইএ/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন